সূরা কারেয়া


بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
_______________________________________________________


[1] القارِعَةُ
[1] আল্ক্ব-রি‘আতু
[1] করাঘাতকারী,
[1] Al-Qâri’ah (the striking Hour i.e. the Day of Resurrection),

[2] مَا القارِعَةُ
[2] মাল্ক্ব-রি‘আহ্।
[2] করাঘাতকারী কি?
[2] What is the striking (Hour)?

[3] وَما أَدرىٰكَ مَا القارِعَةُ
[3] অমা য় আদ্র-কা মাল্ক্ব-রি‘আহ্।
[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
[3] And what will make you know what the striking (Hour) is?

[4] يَومَ يَكونُ النّاسُ كَالفَراشِ المَبثوثِ
[4] ইয়াওমা ইয়াকূনুন্না-সু কাল্ফার শিল্ মাব্ছূছি।
[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
[4] It is a Day whereon mankind will be like moths scattered about,

[5] وَتَكونُ الجِبالُ كَالعِهنِ المَنفوشِ
[5] অতাকূনুল্ জ্বিবা-লু কাল্ ই’হ্নিল্ মান্ফূশ্।
[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
[5] And the mountains will be like carded wool,

[6] فَأَمّا مَن ثَقُلَت مَوٰزينُهُ
[6] ফাআম্মা-মান্ ছাকুলাত্ মাওয়া-যীনুহূ।
[6] অতএব যার পাল্লা ভারী হবে,
[6] Then as for him whose balance (of good deeds) will be heavy,

[7] فَهُوَ فى عيشَةٍ راضِيَةٍ
[7] ফাহুওয়া ফী ঈ’শার্তি রা-দ্বিয়াহ্
[7] সে সুখীজীবন যাপন করবে।
[7] He will live a pleasant life (in Paradise).

[8] وَأَمّا مَن خَفَّت مَوٰزينُهُ
[8] অআম্মা- মান্ খাফ্ফাত্ মাওয়া-যীনুহূ।
[8] আর যার পাল্লা হালকা হবে,
[8] But as for him whose balance (of good deeds) will be light,

[9] فَأُمُّهُ هاوِيَةٌ
[9] ফাউম্মুহূ হা-ওয়িয়াহ্।
[9] তার ঠিকানা হবে হাবিয়া।
[9] He will have his home in Hawiyah (pit, i.e. Hell)

[10] وَما أَدرىٰكَ ما هِيَه
[10] অমা য় আদ্রা-কা মা-হিয়াহ্
[10] আপনি জানেন তা কি?
[10] And what will make you know what it is?

[11] نارٌ حامِيَةٌ
[11] না-রুন্ হা-মিয়াহ্।
[11] প্রজ্জ্বলিত অগ্নি!
[11] (It is) a fiercey blazing Fire!

Comments

Popular posts from this blog

হযরত ইলিয়াস (আলাইহিস সালাম)

জেনে নিন মহিলাদের কপালে টিপ এর ব্যবহার কোথায় থেকে এবং কিভাবে শুরু হলো

ভূমিকা