সূরা হুমাযাহ..


بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
________________________________________________________



[1] وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
[1] অইলুল্লি কুল্লি হুমাযা-তি ল্লুমাযাতি।
[1] প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
[1] Woe to every slanderer and backbiter.

[2] الَّذى جَمَعَ مالًا وَعَدَّدَهُ
[2] নিল্লাযী জ্বামা‘আ মা-লাওঁ অ‘আদ্দাদাহূ।
[2] যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
[2] Who has gathered wealth and counted it,

[3] يَحسَبُ أَنَّ مالَهُ أَخلَدَهُ
[3] ইয়াহ্সাবু আন্না মা- লাহূ য় আখ্লাদাহ্।
[3] সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
[3] He thinks that his wealth will make him last forever!

[4] كَلّا ۖ لَيُنبَذَنَّ فِى الحُطَمَةِ
[4] কাল্লা-লাইয়ুম্বাযান্না ফিল্ হুত্বোয়ামাহ্।
[4] কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
[4] Nay! Verily, he will be thrown into the crushing Fire

[5] وَما أَدرىٰكَ مَا الحُطَمَةُ
[5] অমা-আদ্রা-কা মাল্ হুত্বোয়ামাহ্
[5] আপনি কি জানেন, পিষ্টকারী কি?
[5] And what will make you know what the crushing Fire is?

[6] نارُ اللَّهِ الموقَدَةُ
[6] না-রুল্লা-হিল্ মূক্বদাতু
[6] এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
[6] The fire of Allâh, kindled,

[7] الَّتى تَطَّلِعُ عَلَى الأَفـِٔدَةِ
[7] আল্লাতী তাত্ত্বোয়ালিউ’‘আলাল্ আফ্য়িদাহ্।
[7] যা হৃদয় পর্যন্ত পৌছবে।
[7] Which leaps up over the hearts,

[8] إِنَّها عَلَيهِم مُؤصَدَةٌ
[8] ইন্নাহা- ‘আলাইহিম্ মু’ছোয়াদাতুন্
[8] এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
[8] Verily, it shall be closed upon them,

[9] فى عَمَدٍ مُمَدَّدَةٍ
[9] ফী ‘আমাদিম্ মুমাদ্দাহ্
[9] লম্বা লম্বা খুঁটিতে।
[9] In pillars stretched forth (i.e. they will be punished in the Fire with pillars).

......................................................

Comments

Popular posts from this blog

হযরত ইলিয়াস (আলাইহিস সালাম)

জেনে নিন মহিলাদের কপালে টিপ এর ব্যবহার কোথায় থেকে এবং কিভাবে শুরু হলো

ভূমিকা