জেনে নিন মহিলাদের কপালে টিপ এর ব্যবহার কোথায় থেকে এবং কিভাবে শুরু হলো
হযরত ঈবরাহীম (আঃ) কে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল পরিমান জায়গা আগুন জ্বালালো ,তখন একটা নতুন সমস্যা দেখা দিল।আগুনের উত্তাপ এতই বেশি ছিলযে তার কাছে পৌছানো যাচ্ছিলনা।
.
.
.
তাই একটা চরক বানানো হল যার মাধ্যমে ইবরাহীম (আঃ)কে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্নমেয়ে(পতিতা) এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারন এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হল এবং ফেরেশতারা চলে গেল,ইবরাহীম(আঃ) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন।পরবর্তিতে ঐ মেয়ে গুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।
Thanks you
ReplyDelete